বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়া রোগের গণটিকাদান কর্মসূচি শুরু করেছে ক্যামেরুন। এই উদ্যোগের ফলে কয়েক লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিনামূল্যে ছয় মাস বয়সী নবজাতকদের আরটিএসএস টিকা দেয়া হচ্ছে। এই টিকার মোট চারটি ডোজ নিতে হয়।
আরও পড়ুন: করোনার টিকায় অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী
যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, ম্যালেরিয়ার এই টিকা ৩৬ শতাংশ কার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রতি বছর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে আফ্রিকায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা অন্তত ৮০ শতাংশ।
আরও পড়ুন: অনুমোদন পেল চিকুনগুনিয়ার প্রথম টিকা
এসএ/দীপ্ত নিউজ