কাতার বিশ্বকাপে নীল-সাদা জার্সিধারী আর্জেন্টিনার তেকাঠির নীচে দাঁড়িয়ে বদলে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম প্রধান কান্ডারি এমিলিয়ানো মার্টিনেজ। কাতারে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনায় নায়কের হাতে উঠেছে সোনালি গ্লাভস। শিশুদের ক্যান্সার হাসপাতালের জন্য কাতার বিশ্বকাপ ফাইনালের সেই গ্লাভস নিলামে বিক্রি করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
নিলামে ৪৫ হাজার মার্কিন ডলার বা, বাংলাদেশি টাকায় ৪৭ লাখ টাকার ওপরে বিক্রি হয়েছে তার গ্লাভস। আর্জেন্টিনার একটি হাসপাতালের ক্যান্সার ইউনিটে ব্যয় করা হবে এই টাকা।
নিলাম প্রসঙ্গে আর্জেন্টিনা প্যাডিয়াট্রিক ফাউন্ডেশন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছে, আর্জেন্টিনার বৃহত্তম শিশুরোগ হাসপাতাল গারাহান হসপিটালের তহবিলে ৪৫ হাজার মার্কিন ডলার দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে তার ব্যবহৃত গ্লাভস নিলামে তুলে এই অর্থ সংগ্রহ করেছেন ‘দিবু’।
ফেব্রুয়ারি মাসে অনুদান ঘোষণা করার সময়, মার্টিনেজ গ্লাভসের ভিতরে অটোগ্রাফ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “বিশ্বকাপের ফাইনাল প্রতিদিন খেলা হয় না। এটা (গ্লাভস) বিশেষ। তবে এটি আমার বাড়িতে ফ্রেমে ঝুলিয়ে রাখার থেকে একটি শিশুর জন্য অনেক বেশি সাহায্য করবে।”
আল/দীপ্ত