বিশ্বকাপের ম্যাচে আবারো হারলো বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, টুর্নামেন্টের আয়োজক ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব বিহীন দলটি।
আসর জুড়ে ধারাবাহিক ব্যাট করা বিরাট কোহলি হাঁকান ক্যারিয়ারের ৪৮তম শতক।
২০০৭ সাল থেকে জাতীয় দলের জার্সি পরছেন সাকিব আল হাসান। পাঁচ বিশ্বকাপ খেলা এই অলরাউন্ডারকে ছাড়া এবারই প্রথম কোনো বিশ্বকাপের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সহ–অধিনায়ক নাজমুল শান্তও জিতে যান টস ভাগ্যে। তানজিদ তামিম–লিটন দাসের ব্যাটে শুরুটাও উড়ন্ত ছিলো টাইগারদের।
বিশ্বকাপের আসরে দলীয় সর্বোচ্চ ৯৩ রানের উদ্বোধনী জুটি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৪ বছর। ১৯৯৯ বিশ্বআসরে,পাকিস্তানের বিপক্ষে মেহরাব–শাহরিয়ার জুটি খেলেছিলেন ৬৯ রানের ওপেনিং ইনিংস।
ক্যারিয়ারে সেরা ৫১ রানের ইনিংস খেলা তামজিদের বিদায়ের পরই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। স্কোর বোর্ডে আরও ৪৪ রান যোগ করতে প্যাভিলিয়নে ফিরতে হয় শান্ত, হৃদয়, লিটনকে। দলের ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন লিটন। চাপে পড়ে যায় টাইগাররা শেষমেষ সম্মানজনক স্কোর দাঁড় করায় মুশফিকের ৩৮ ও মাহমুদউল্লাহর ৪৬ রানে ভর করে।
২৫৭ রানের লক্ষ্যের বিপরিতে রোহিত,শুভমান গিলের আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহার মুস্তাফিজ, হাসান, নাসুমরা। তাদের ৮৮ রানের জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। ৪৮ রানে ফেরেন শর্মা।
ক্যারিয়ারের দশম অর্ধশতক করা গিলকে ফিরিয়ে টাইগারদের ম্যাচে ফেরানোর চেষ্টায় মেহেদী মিরাজ। তৃতীয় উইকেটে শ্রেয়াশ আইয়ারের সাথে ৪৬ আর চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সাথে নিয়ে ৮৩ রানের ম্যাচ উইনিং জুটিতে বিশ্বআসরে টানা চতুর্থ জয় তুলে নিলো ভারত।
সেইসাথে আসরে প্রথম শতকের দেখা পেলেন কোহলি। ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে কোহলি দেখা পান আসরে প্রথম শতকের।
এসএ/দীপ্ত নিউজ