মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা পাড়ে কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা কার্যক্রম করেছে বাংলাদেশ কোষ্টগার্ড।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর উপজেলার কান্দিপাড়া দর্জিবাড়ি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ৪শ ৭জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
কোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। তাই সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর ধারবাহিকতায় মুন্সীগঞ্জের পদ্মাপাড়ের দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
কার্যক্রমে কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা।
মো. কায়সার হামিদ/পূর্ণিমা/দীপ্ত নিউজ