কোমল পানীয়‘র ফেলে দেওয়া কৌটা দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে সাড়া ফেলেছেন চীনের এক শিল্পী। দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি স্থান পেয়েছে এসব ভাস্কর্যে।
মাথার মুকুট থেকে শুরু করে যুদ্ধের বর্ম, নান্দনিক সব ভাস্কর্য বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন শিল্পী ইয়ানহং। এসব শিল্পকর্মের জন্য তিনি বেছে নিয়েছেন কোমল পানীয়‘র ফেলে দেওয়া কৌটা।
চীন শিল্পী হি ইয়ানহং বলেন, শুরুতে আমি তামা ব্যবহার করতাম। পরে ভাবলাম– পরিবেশ দূষণ কমায়, এমন কী আছে। তখনই মাথায় এলো এই কৌটা ব্যবহারের।
এক একটি শিল্পকর্মে ৬০ থেকে ১০০টি ক্যান ব্যবহার করেন এই শিল্পী।
হি ইয়ানহং আরও বলেন, একটি কাজে আমার কয়েক দিন সময় লেগে যায়। কৌটাগুলো ছোট ছোট করে কাটতে প্রচুর ধৈর্য্যের দরকার। অনেক সময় হাত কেটে যাওয়ার ঝুঁকি থাকে।
ইয়ানহংয়ের শিল্পকর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই চড়া দামে কিনছেন।
আফ/দীপ্ত সংবাদ