আগামী জুন–জুলাইয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা কাপ খেলা হচ্ছে না ব্রাজিল সুপারস্টার নেইমারের।
স্থানীয় সময় মঙ্গলবার, ব্রাজিলের টিম ডাক্তার রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় নেইমার যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার আগামী আসরটি মিস করবেন।
রদ্রিগো জানান, তাড়াহুড়ো করলে এই স্ট্রাইকারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। তাই তারা ঝুঁকি নিতে চান না। গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোটে পড়েন নেইমার। পরে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।
কোপায় ডি গ্রুপে আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে–অফ বিজয়ী দল। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে আসর। ফাইনাল হবে ১৪ জুলাই।
আরও পড়ুন: নেইমারের বাড়ির ওপর নিষেধাজ্ঞা
আল/ দীপ্ত সংবাদ