‘অতীতে বিএনপির কোন আন্দোলন ব্যর্থ হয় নাই। বরং সরকারই নানা কৌশল, চক্রান্ত করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে, এখনও করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১৩ জুলাই) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির উত্তর–দক্ষিণের নবনির্বাচিত নেতাদের নিয়ে আজ শপথ নিয়েছি। খালেদা জিয়াকে মুক্ত করবো। আর খালেদা জিয়া মুক্ত হলেই সারাদেশ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে।
কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে। আমাদের আশঙ্কা সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে মন্তব্য করে এটাকে ভিন্নখাতে ধাবিত করার অপকৌশল করছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ভোটারবিহীন ডামি সরকারের পতন ঘটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব কিছুই থাকবে না। এই হায়নারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্বাস রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সানজিদা প্লাবনী/এসএ/দীপ্ত সংবাদ