গাজীপুরের কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের সাহায্যে অভিযান চালিয়ে ৩০ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোনাবাড়ী থানার পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। অভিযানে ৩০ টি বাড়ীর ৫ শতাধিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ২২০ ফুট পাইপ উত্তোলন করা হয়। একই সাথে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৭ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা মাহবুব জানান, “যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা এলাকার সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দূর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন শাখার উপ–ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, উপ–ব্যবস্থাপক– রাজস্ব তৌফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো.মাসুদ বিন ইউসুফ, উপ–সহকারী প্রকৌশলী মো. নুরনবী, সহকারী ব্যবস্থাপক–রাজস্ব মো.সাইজুল ইসলাম, সহকারী কর্মকর্তা–রাজস্ব মো. শফিকুল আলম ও মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
এছাড়াও উক্ত অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহয়তা করেন।
মো. জাহাঙ্গীর আলম/ইমাম/দীপ্ত নিউজ