এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অক্টোবরে হোম অ্যান্ড অ্যাওয়েতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই প্রস্তুতিতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে ইউরোপেরসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলো বাফুফে।
আলোচনায় ছিলো শ্রীলঙ্কাং তিন জাতির টুর্নামেন্টেরও। শেষ পর্যন্ত সব আলোচনায় ভেস্তে গেলো বাফুফের। ইউরোপের কোনো দলকে পাওয়া যায়নি।
খেলা হচ্ছে না লঙ্কান কিংবা ভিয়েতনামের সঙ্গেও। শেষমেষ নেপালের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই দুই ম্যাচে পাওয়া যাবে না হামজা চৌধুরী ও শমিত সোমকে।
শেফিল্ড ইউনাইটেড থেকে লিস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা এখন ব্যস্ত দলটির প্রাক মৌসুম প্রস্তুতিতে। আর কানাডিয়ান লিগে খেলা শমিতের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে।
আল