পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসবহুল পণ্যের প্রতি ঝোঁক সবসময়ই দেখা যায়। এর আগেও বিলাসবহুল ঘড়ি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো.-এর বেশকিছু ঘড়ি রোনালদোর হাতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো একটি সবুজ রঙের ঘড়ি পরে বেশকিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি জ্যাকব অ্যান্ড কো.-এর মালিক জ্যাকব আরাবোকে ধন্যবাদ জানিয়েছেন। মূলত কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার পেয়েছেন রোনালদো।
বিশেষভাবে তৈরি করা এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদ্যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে ‘সিআর সেভেন’ও লেখা রয়েছে। এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।
নতুন ডিজাইনের চারটি মডেলের একটি হার্ট অব সিআরসেভেন বাগুয়েত্তে। যার দাম ৯২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকা। তবে চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামিটির নাম ‘দ্য ফাইট অব সিআরসেভেন বাগুয়েত্তে‘। যেটির দাম ১ লাখ ৪৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা।
রোনালদোর হাতে ২০২২ সালে একটি ঘড়ি দেখা গেছে। সেটিও ছিল জ্যাকব অ্যান্ড কো. কোম্পানির। ‘বুগাটি চিরন ট্যুরবিলন সিআরসেভেন সংস্করণ‘-এর সেই ঘড়িটির দাম ছিল ১ মিলিয়ন মার্কিন ডলার।
ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন।
এমি/দীপ্ত সংবাদ