মাগুরায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের করা মামলায় ২৪ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন পাঁচজন।
সোমবার (২৯ জুলাই) মাগুরা সদর আমলি আদালতের বিচারক মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১৮ জুলাই মাগুরা যশোর মহাসড়কের মৎস্য ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মাগুরা সদর থানায় উপপরিদর্শক (এসআই) শিমুল হালদার সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় ছয় শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ২৫ জন কারাগারে রয়েছেন।
আইনজীবী সুত্রে জানা যায়, কারাগারে থাকা ব্যক্তিদের মধ্যে অন্তত ৬ জন শিক্ষার্থী। তারা হলেন–মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল হাসান (২০), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সবুজ হোসেন শাওন (২৩), ইমামুল হোসেন (২১) ও মো. জিয়াউর রহমান (২০) এবং মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মো. নিহাজ উদ্দিন (১৯) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জামান নাইম (২১)।
এজাহার সূত্রে জানা গেছে, মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজসহ ১৭ জন আসামির নাম উল্লেখ করা হয়। সেখানে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে।
কাশেমুর/এসএ/দীপ্ত সংবাদ