সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে ১২০ থেকে ১৪০ জন শিক্ষার্থী।
এসময় কোটাবিরোধী আন্দোলন নিয়ে সংবাদ বিবৃতি দেয় তারা।
বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধকালীন ও পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন তাই এক সময় পর্যন্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক ছিল। কিন্তু তাদের উত্তরসূরিরা একই বিষয়ের মধ্য দিয়ে যায়নি। তাই পরিস্থিতি বিবেচনায় কোটা পদ্ধতির সংস্কার জরুরি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এছাড়াও ১০ শতাংশ নারী কোটা খুবই লজ্জাজনক নারীদের জন্য। তাই এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।’
সুপ্তি/ দীপ্ত সংবাদ