কোক স্টুডিও বাংলার সিজন টু–এর নতুন ফোক ফিউশন গান ‘বনবিবি’ প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত ১টায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে ৭ মিনিট ২০ সেকেন্ডের নতুন এ গানটি প্রকাশ পাওয়ার পর থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ।
‘বনবিবি‘ গানে অংশ নিয়েছে বিখ্যাত ব্যান্ড মেঘদল ও জোহরা বাউল। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি রক ব্যান্ড দলকে কোক স্টুডিও বাংলার কোনো গানে অংশ নিতে দেখা গেল।
এ গানে তুলে ধরা হয়েছে বনবিবির পৌরাণিক চরিত্রও। রহস্য ও আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে গানটিতে গুরুত্ব পেয়েছে খনার বচনও। নতুন এ গান আর দেশীয় বাদ্যযন্ত্রের সুরে গভীর রাতে জমে উঠেছিল বাংলার কোক স্টুডিও।
নতুন এ গানটির কথা যৌথভাবে লিখেছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। গানটি সুর করেছেন শিবু কুমার শীল। তার কণ্ঠের সঙ্গেই জহুরা বাউলের কণ্ঠের জুটি গানটিকে অন্যরকম এক আবহ দিয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ