ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দের ঘটনায়, বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চক্রে বাংলাদেশের একজন ও বিদেশি কয়েকজনের তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ জানুয়ারি) কোকেনের এই চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আফ্রিকার দেশ মালাউই‘র এক নারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ।
মালাউই‘র নোমথান ডাজো তোয়েরা সোকো নামের ওই নারী পেশায় একজন নার্স। তিনি তার দেশ থেকে ইথিউপিয়া ও কাতারের দোহা হয়ে, ঢাকায় অবতরণ করেন। জব্দ করা কোকেনের দাম ১০০ কোটি টাকার বেশি বলে জানায় মাদকদ্রব্য অধিদপ্তর।
বাংলাদেশকে কোকেন পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ।
তিনি জানান, লাতিন আমেরিকার দেশে এই মাদক উৎপাদন হয় এবং এর চাহিদা রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো ধনী দেশগুলোতে। বাংলাদেশে কোকেনের বাজার নেই।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেল থেকে ২০০ গ্রাম কোকেনসহ তানজানিয়ার এক নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম মোহাম্মদ আলী।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন; বাংলাদেশের অস্তিত্বের সংকট
এসএ/দীপ্ত নিউজ