প্রথম বাংলাদেশি ও প্রথম নারী হিসেবে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পানীয় কোম্পানি কোকা–কোলার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন বাংলাদেশের জু–উন নাহার চৌধুরী।
সোমবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোকা–কোলা বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জু–উন নাহার চৌধুরী বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। তার নেতৃত্বে দেশব্যাপী ‘লাইফবয় হাত ধোয়া প্রচারণা‘ আয়োজন করা হয়, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পায়। ২০১৪ সালে ইন্দোনেশিয়ায় রেকিট বেনকিজারে ডেটলের ব্যবসা পরিচালনার দায়িত্বে যোগদানের মাধ্যমে তিনি দেশের বাইরে কর্মজীবন শুরু হয়।
আরও পড়ুন: দেশবন্ধু গ্রুপের অ্যাডিশনাল এমডি হলেন মো. জাকির হোসেন
নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে জু–উন নাহার চৌধুরী বলেন, ‘কোকা–কোলা বাংলাদেশে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের ব্র্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি অপারেশনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী।’
কোকা–কোলায় জু–উনকে স্বাগত জানিয়েছেন কোম্পানির দক্ষিণ–পূর্ব এশিয়া (এসডব্লিউএ) অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট অজয় বিজয় বাতিজা।
আরও পড়ুন: ইউটিউব ব্লগে প্রথম বাংলাদেশি হিসেবে আরজে কিবরিয়া
এসএ/দীপ্ত নিউজ