জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি বিয়ে করেছেন প্রখ্যাত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা রোজা আহমেদ’কে।
শনিবার (৪ জানুয়ারি) তাহসানের বিয়ের খবর ভাইরাল হলে তার ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।
কে এই রোজা আহমেদ:
বরিশাল বিভাাগের মেয়ে রোজা আহমেদ। তার শৈশব কেটেছে বরিশালই। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার‘। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।
দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’–এ নয় লাখেরও বেশি অনুসারী রয়েছে।
রোজা একজন সফল উদ্যোক্তা হলেও তার ব্যক্তিগত জীবন অত্যন্ত সাদামাটা। তিনি ঘোরাঘুরি ভালোবাসেন এবং দেশে থাকতে সাজেক, নাফাখুম, রাঙামাটি ঘুরে বেড়িয়েছেন। তিনি রান্নায়ও পারদর্শী। চুইঝাল থেকে শুরু করে কাঁকড়ার মতো নানা পদের খাবার তৈরি করেন।
তাহসান তার স্ত্রী সম্পর্কে বলেন, ‘রোজা একজন শক্তিশালী এবং প্রেরণাদায়ী নারী। তার নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি অত্যন্ত আনন্দিত যে তিনি আমার জীবনের সঙ্গী।’
এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। তাদের একটি মেয়ে আছে, আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে এখন ঘর করছেন মিথিলা।
এমবি/এসএ