কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা ‘মোহাম্মদ রনি‘। গত কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় বেশ ভাইরাল তিনি। তার ইউনিক স্টাইলে তরমুজ বিক্রির বিষয়টি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘মধু মধু’ বলে চিৎকার করে তরমুজ বিক্রি করেন রনি। বিভিন্ন কথার ভঙ্গিতে ক্রেতাদের আকৃষ্ট করেন। ক্রেতারাও তাঁর কাছে ছুটে যান। ‘ঐ কিরে ঐ কিরে‘ বলে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন।
এছাড়া তার ব্যতিক্রমী বিক্রয় কৌশল ও হাস্যকর এক্সপ্রেশন দেখে নেটিজেনরা মুগ্ধ। কে এই ভাইরাল তরমুজ বিক্রেতা রনি মিয়া?
মোহাম্মদ রনি, কারওয়ান বাজারের একজন অভিজ্ঞ তরমুজ বিক্রেতা, যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় আছেন।
রাজধানীর কারওয়ান বাজারে বিভিন্ন সময়ে বিভিন্ন ভঙ্গিতে চিৎকার করে “ঐ কিরে ঐ কিরে”, “মধু রসমালাই” ইত্যাদি স্লোগান তরমুজ বিক্রি করে সম্প্রতি ভাইরাল হন রনি। একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে ব্যাপক শেয়ার হয়।
আল