খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. মাহবুব কায়সারের নগরীর কাস্টম ঘাট এলাকার বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে।
শনিবার (০৬ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিতে নিষেধ করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্তরা। হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার পরে ১০/১৫টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সাবেক কাউন্সিলর মাহবুব কায়সারের বাড়ির সামনে এসে হর্ণ বাজায়। এসময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও আসন্ন নির্বাচনে অংশ না নিতে হুমকি দেয়। তারা আকষ্মিকভাবে বাড়ির মেইন গেটে ইটপাটকেল নিক্ষেপ করে পরে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বর্তমান কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।
সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। নির্বাচনে অংশ নিলে তারা আমাকে শেষ করে দিবে বলে চিৎকার করে বলেছে। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড আমাকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সদর থানা পুলিশকে জানিয়েছি।’
আফ/দীপ্ত সংবাদ