অবশেষে দীর্ঘ ১১ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাজধানীর কেরানীগঞ্জ বাণিজ্যিক কাম আবাসিক ভবন ‘জাবালে নূর টাওয়ারে’ লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনে আটকে পড়া ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবশেষ ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘জাবালে নূর টাওয়ার‘ বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন, ওপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। ভবনটি কয়েকটি স্বতন্ত্র অংশে বিভক্ত হলেও বেজমেন্ট একটি মাত্র, যার প্রবেশপথও মাত্র দুটি।
শাহজাহান শিকদার আরও বলেন, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট কেটে কেটে ভেতরে ঢুকে আগুন নেভাতে হয়েছে। ধোঁয়ার কারণেও কাজ করতে বেগ পেতে হয়েছে। এই অগ্নিকাণ্ডের বিষয়ে ইন্সিডেন্ট কমান্ড পোস্টের সামনে শর্ট ব্রিফিং করবেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
এর আগে, ভোর ৫টা ৩৭ মিনিটে ‘জাবালে নূর টাওয়ার’ ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এসএ