২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে।
রবিবার (২৬ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ছবি প্রকাশ করা হয়।
নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানসহ বিশ্বকাপ দলের ১৫ সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন।
জার্সির বিশ্লেষণে দেখা গেছে, লাল–সবুজের ঐতিহ্য ধারণ করে তৈরি করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি। এতে সবুজের আধিক্য বেশি। সাদা অক্ষরে লেখা বাংলাদেশের নাম। জার্সির সামনের বাঁ পাশে টি–টোয়েন্টি বিশ্বকাপের লোগো ব্যবহার করা হয়েছে। ডান পাশে বিসিবির লোগো। পেছনে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর দেওয়া হয়েছে।
ছবি পোস্ট করে বিসিবি ক্যাপশন দিয়েছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি–টোয়েন্টি বিশ্বকাপ।