আজকের দিন কেমন যাবে? প্রেম, কর্ম, স্বাস্থ্য, অর্থ—সবদিক থেকেই কি দিনটি শুভ? নাকি কিছু সতর্কতা অবলম্বন করা দরকার? দেখে নিন আজকের রাশিফল—
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল): শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল–২০ মে): অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হবে। হঠাৎ কিছু সুখাদ্য পেতে পারেন। কর্মস্থানে আজ আপনাকে কারও কথা শুনে চলতে হবে। আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।
মিথুন (২১ মে–২০ জুন): স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে।
কর্কট (২১ জুন–২০ জুলাই): সম্পর্কে সমস্যা বৃদ্ধি হতে পারে। বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সংগীতে সাফল্য আসতে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।
সিংহ (২১ জুলাই–২১ আগস্ট):
প্রিয়জনের কোনো খারাপ খবর পেতে পারেন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। সন্তানের জন্য বাড়তি কোনো খরচ হতে পারে। ব্যবসায় অর্থক্ষতি থেকে সাবধান।
কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর):
প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। বন্ধুর জন্য কোনো বিপদ দেখা দিতে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম। জীঅবন সঙ্গি জীবনে আসবে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): ব্যবসায় বাড়তি কোনো লাভ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। বাড়তি কোনো কথা অশান্তি বাড়াতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর): সমাজে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোনো স্থানে ভ্রমণের জন্য খরচ। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর): কর্মস্থানে কোনো মহিলার জন্য অশান্তি বাড়তে পারে। আজ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারে কারোর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি): কোনো কাজ সহজভাবে করতে সক্ষম হবেন। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি। একাধিক আয়ের পথ দেখা যাচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): পড়াশোনা দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনো কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইদের মধ্যে অশান্তি।
নোট: এটি সাধারণ গণনা মাত্র, ব্যক্তিভেদো রাশিচক্র আলাদা হতে পারে।
ইএ