দেশের ক্রীড়াঙ্গণে ২০২২ সালের সবচেয়ে আলোচিত বিষয়- নারীদের সাফ শিরোপা জয়। আর বছরের শেষ দিকে এসে ভারতকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়ে প্রশংসা কুড়ান সাকিবরা।
বাংলাদেশের ক্রীড়াঙ্গণে গর্বের একটি অধ্যায়, সাফ নারী টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়। সেপ্টেস্বরে নেপালে স্বাগতিকদেরকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে সাবিনা-কৃষ্ণারা। প্রথবারের মতো ছাদখোলা বাসে উদযাপন দেখে দেশবাসী।
তবে অক্টোবরে ঘরের মাঠে এশিয়া কাপটা ভাল হয়নি নারী ক্রিকেট দলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্মামেন্টে, প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বছরটা শুরু হয় সাদা পোশাকে সাফল্য দিয়ে। টেস্টে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে ৮ উইকেটে হারায় মুমিনুল হকরা। সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র, এ বছরে টাইগার ক্রিকেটের উল্লেখযোগ্য সাফল্য।
ডিসেম্বরে ৭ বছর পর বাংলাদেশ সফরে আসে ভারত। এবারও তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। তবে ২ ম্যাচের টেস্ট সিরিজে সাকিবরা হেরে যায় ২-০ তে।
করোনার কারণে এক বছর বিরতির পর, জানুয়ারিতে বসে বিপিএলের অষ্টম আসর। ফাইনালে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে, তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঝিমিয়ে পড়া দেশের হকি, ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করে ২৮ অক্টোবর। ৬ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। তিন সপ্তাহের টুর্নামেন্টে, মোনাক পদ্মাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় একমি চট্টগ্রাম।
১৪ নভেম্বর ২০২২। দেশের আর্চারির পোষ্টারবয় খ্যাত রোমান সানার জন্য কালোদিন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।