গুজরাটের আহমেদাবাদে আইপিএল দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড সুপাস্টার শাহরুখ খান। ৪৫ ডিগ্রি তাপমাত্রার প্রবল গরমের হিটস্ট্রোক হওয়ায় বুধবার দুপুর বেলায় তড়িঘড়ি করে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে আসেন তার স্ত্রী গৌরৗ।
এখন কেমন আছেন কিং খান? শাহরুখের সহ–অভিনেত্রী ও কলকাতা নাইট রাইডার্সের সহ–মালিক জুহি চাওলা একটি সাক্ষাৎকারে জানান, শাহরুখ এখন অনেকটাই ভালো আছেন। সব ঠিক থাকলে এই রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাঁকে।
জুহি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি ওঁনি অনেকটাই ভালো আছন। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রবিবার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল।’
আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে আহমেদাবাদে এসেছিলেন তিনি।
শাহরুখের সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি। তাছাড়াও কেকেআর–এর সমর্থনে মঙ্গলবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জুহি চাওলা, জয় মেহতা, সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দা ও অগস্ত্য নন্দাও।
সুপ্তি/ দীপ্ত সংবাদ