৯
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।
প্রথম টেস্টে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১১ ম্যাচে সাত জয়, তিন হার ও এক ড্রয়ে, ৬৬ দশমিক ছয়–সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রোটিয়ারা। ফলে অনেটা নির্ভার থাকায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেষ্টেও অপরিবর্তি একাদশ খেলানো চিন্তা করছে স্বাগতিকরা। তবে সাদা পোশাকে ভালো সময় পাড় না করা সফরকারীরা, পরিবর্ত আনতে পারে দ্বিতীয় টেস্টের একাদশে।
আল