নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও ২১ জন ক্রিকেটারকে নিয়ে তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তির তালিকা দেয়া হয়েছে।
তামিমসহ আগের বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরোনোদের মধ্যে বাদ পড়েছেন চার জন– এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন। তামিম কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না বলে আগেই ক্রিকেটে পরিচালনা বিভাগকে জানিয়েছিলেন।
এক নজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি:
তিন ফরম্যাটের চুক্তিতে আছেন: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
টেস্টের চুক্তিতে আছেন: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
ওয়ানডের চুক্তিতে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।
টি–টোয়েন্টির চুক্তিতে আছেন: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।
ওয়ানডে ও টি–টোয়েন্টির চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
টেস্ট ও ওয়ানডের চুক্তিতে আছেন: মুশফিকুর রহিম
প্রথমবার চুক্তিতে আছেন: তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব।
চুক্তিতে ফিরলেন: নাঈম হাসান।
বাদ পড়লেন: তামিম ইকবাল, ইবাদত হোসেন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত।