১৫
যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে কেবল কৃষ্ণ সাগরে হামলা বন্ধের ব্যাপারে একমত হয়েছে দুই দেশ।
মঙ্গলবার (২৬ মার্চ) হোয়াইট হাউস জানায়, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এতে জ্বালানি পরিবহন নিশ্চিত হবে।
মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বলপ্রয়োগ বন্ধ করতে এবং কৃষ্ণ সাগরে সামরিক উদ্দেশে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সমুদ্রে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছে হোয়াইট হাউস।