২০২৪ – ২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বাকৃবির রেজিস্ট্রার অফিসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।
তিনি জানান, ৩ হাজার ৮শ’ ৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৯৩২ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৮৮ জন। প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জনেরও বেশি শিক্ষার্থী।
তিনি আরও জানান, দেশের ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে।
এ বছর অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয় হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানান, একই দিনে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থাকায় পরীক্ষার্থীদের কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যানজট বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কেউ পিছিয়ে না পড়েন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, আবেদন ফরমে এমন তথ্য না পাওয়া গেলেও কেউ থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইএ