শান্তিপুর্ণ পরিবেশে ব্যবসায়ীদের সংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া শহরের বড় বাজার চেম্বার অব কমার্সের ভবনে শনিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন শেষে এখন গণণা চলছে।
নির্বাচন সূত্রে জানা গেছে, ‘এ’ গ্রুপের ভোটার সংখ্যা ২ হাজার ৩শ ৬০ বি গ্রুপের সংখ্যা ৮শ ৮৯ জন। এ গ্রুপের ১২টি পদের অনুকুলে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন জানান, কোন প্রকার বিশৃংঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষ করা হয়েছে। এখন গণণা চলছে।
এদিকে ভোট গ্রহন চলাকালে শহরের এক তারা মোড় থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত যানজটের সৃষ্টি হয় এতে দুর্ভোগে পড়েন সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা। দিনভর শহরের সিঙ্গার মোড় থেকে বড় বাজার রেলগেট পর্যন্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। বিকল্প রাস্তা বড় বাজারের ভেতর দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
দেবেষ চন্দ্র সরকার/পূর্ণিমা/দীপ্ত নিউজ