কক্সবাজারের পর কুয়াকাটা সৈকতে চালু হয়েছে রোমাঞ্চকর প্যারাসেইলিং। প্যারাসুটের সাহায্যে আকাশে ওড়ার স্বাদ নিচ্ছেন অনেকেই। নিচে সমুদ্রের নীল জলরাশি, উপরে আকাশ। আর পাখির চোখে সেটিকে উপভোগ করাই যেন প্যারাসেইলিংয়ের সার্থকতা।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মত পটুয়াখালীর কুয়াকাটায় পরীক্ষামূলক প্যারাসেইলিং চালু করেন পর্যটন ব্যবসায়ী লিটন। এরপর মিলেছে প্রশাসনের অনুমতি। এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই প্যারাসেইলিং। ১০ থেকে ১২ মিনিট প্যারাসেইলিং করতে একজন পর্যটককে গুনতে হচ্ছে আড়াই থেকে ৩ হাজার টাকা। পর্যাপ্ত নিরাপত্তার জন্য কাজ করছে ২২ জন কর্মী। সঙ্গে আছে দুই থেকে তিনটি স্পিড বোট।
নিরাপত্তার প্রশ্নে সব ধরণের রাইডেই নজর থাকে প্রশাসনের। তবে প্যারাসেইলিংয়ের সময় একটু বাড়তি নজরই রাখা হচ্ছে। পর্যটকদের কাছে কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।