পবিত্র ঈদুল আযহার আনন্দ উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর থেকে সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। আগত পর্যটকরা নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার প্রিয় জনদের সঙ্গে সেল্ফি তুলছেন। কেউবা আবার সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
মোটকথা সৈকতে বিরাজ করতে উৎসবের আমেজ। তবে গত বছরের তুলনায় এবছর তেমন বেশি পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরপত্তায় ট্যুরিষ্ট পুলিশের টহল লক্ষ করা গেছে।
আল/ দীপ্ত সংবাদ