মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা এমন প্রত্যাশা নিয়ে পবিত্র জলে গাঁ ভিজিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী মাহা সাংগ্রাই জলকেলি উৎসব।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিনদিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।
পটুয়াখালী রাখাইন বুড্ডিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে গাঁজায় গণহত্যার প্রতিবাদে এক মিনিট নিরাবতা পালন করেন রাখাইন সম্প্রদায়। বর্ষবরণের এ উৎসব উপলক্ষে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে তরুণ–তরুণীরা।
শেষে রাখাইন কিশোর–কিশোরীরা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে মেরে জলকেলিতে মেতে উঠেন।
ইমরান/ এজে / দীপ্ত সংবাদ