পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে বেলা ১১টায় একই স্থানে গোসলে নেমে নিখোঁজ সামাদ। মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাগুরা থেকে সামাদসহ সাতজন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে উঠেন। বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এ সময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে সামাদের মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া ফায়ার সার্ভিসে লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কুয়াকাটা নৌ–পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইমরান হোসেন/এজে/দীপ্ত সংবাদ