কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলার বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশু সামিয়া ও আয়শা তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার বাসিন্দা। বুুিড়চংয়ে নিহত ফরিদ মিয়া ওই উপজেলার রামনগর এলাকার বাসিন্দা।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান, শনিবার দুপুরে নায়াকান্দি গ্রামে মাদ্রাসা থেকে জিয়ারকান্দি বাড়ি ফেরার পথে বানের পানিতে ভেসে যায় দুই চাচাতো বোন সামিয়া ও আয়শা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুই বোনকেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।
এদিকে গত শুক্রবার রাতে বুড়িচং উপজেলায় গোপীনাথপুরে বাড়িতে আটকা পড়ে চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করেন ফরিদ মিয়া নামের ষাটোর্ধ্ব এক ব্যাক্তি। স্থানীয়রা জানান, ফরিদ মিয়ার বাড়ি রামনগর এলাকায় লোকালয়ে পানি বাড়তে থাকলে তিনি মেয়ের বাড়ি গোপীনাথ পুরে আশ্রয় নেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে নৌযানের অভাবে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয় নি। পরে শুক্রবার বিকালে মরদেহ উদ্ধার করে রামনগর নিয়ে যায় বিআইডব্লিউটিএ’র ট্রলার।
শাকিল/ আল/ দীপ্ত সংবাদ