কুমিল্লা জেলায় ১১টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ৯ জন। রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিলো। প্রত্যাহার শেষে ১১ টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাকের পার্টি থেকে ৫ জন, তরিকত ফেডারেশন দুই আসন থেকে এক জন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন , স্বতন্ত্র দুই প্রার্থী মনোয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে কুমিল্লা–৮ এবং কুমিল্লা–৯ আসন থেকে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, কুমিল্লা–৮ আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি নাসিমুল আলম রয়েছেন।
জাকের পার্টিও পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রিয় সিদ্ধান্ত মোতাবেক ৫ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।
এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীরা নির্বাচনী বিধিমালা অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান জানান, মনোনয়ন প্রত্যাহার শেষে কুমিল্লার ১১টি আসনের বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮৮ জন। যারা আদালতে রিট করেছেন তারা প্রার্থীতা ফেরত পেলে নির্বাচন অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জি এম কাদের
আল/ দীপ্ত সংবাদ