ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ নিহত ও ১১ জন কিশোর খেলোয়ার আহত হয়েছেন। রবিবার (১১ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পিকআপ ভ্যানচালক মো.মোর্শেদ (৩০), লালবাগ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র মো.শাহিন ও নবম শ্রেণীর ছাত্র ফয়সাল। নিহতরা উপজেলার যুগপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, রবিবার বিকেল ৪টায় কুমিল্লার সদর দক্ষিন উপজেলার লালবাগ ঢাকা–চট্রগ্রাম লেনে একটি ছোট খোলা পিকআপে করে ১৬ জন কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব–১৭) ফুটবল খেলার উদ্দেশ্যে উপজেলা পরিষদ মাঠের যাচ্ছিল। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন ওই ১১খেলোযার। ৪জনের অবস্থা আশংকাজনক। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী জানান, এ হাসপাতালে আনার পর একজন মারা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো দুজনের অবস্থা আশংকাজনক। আর বাকিরা চিকিৎসাধীন আছে।
শাকিল মোল্লা/এমি/দীপ্ত নিউজ