কুমিল্লার হাসানপুরে রবিবারের ট্রেন দুর্ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনকে প্রধান করে ৫ সদস্যের এবং রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। দুর্ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেসের চালকসহ চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, দুর্ঘটনার কারণ বের করতে জেলা প্রশাসন থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে ফেনী অঞ্চলের সাব স্টেশন ইঞ্জিয়ার (সড়ক) রিটন চাকমা জানান, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সেখানে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কমকর্তা মো. তারেককে প্রধান করা হয়েছে। চার সদস্যের ওই কমিটিকেও আগামী তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এই কর্মকর্তা জানান, উদ্ধারকাজ এখনও চলমান আছে। উদ্ধারকাজ শেষ হতে আরো পাঁচ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।
যূথী/দীপ্ত সংবাদ