কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ সেশনের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষার উত্তরসহ প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ওই শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিভাগের (ভারপ্রাপ্ত) প্রধান মাহমুদুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ–উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও বেশ কয়েকজন সাংবাদিককে বিষয়টি জানিয়ে একটি অপরিচিত ঠিকানা থেকে ই–মেইল করা হয়।
এতে উল্লেখ করা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫ ব্যাচের সেমিস্টার পরীক্ষা চলছে। এই সেমিস্টারের প্রতিটি কোর্সের প্রশ্ন ফাঁস হয়েছে। শুধু এই কোর্স না, প্রতিটি কোর্সের পরীক্ষারই প্রশ্ন ফাঁস হয়েছে।
বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম এক নারী শিক্ষার্থীকে এগুলো দিয়েছেন। এতে বিগত পরীক্ষার প্রশ্নের উত্তরসংবলিত কিছু পিডিএফ সংযোজন করা হয়। পাশাপাশি কয়েকটি পিডিএফের মেটাডেটা উল্লেখ করা হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘আমরা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পরীক্ষা স্থগিত করেছি। তবে বিষয়টি যেহেতু অপরিচিত মেইল থেকে আসা, তাই সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছি না। যদি শিক্ষার্থীরা লিখিত অভিযোগ না দেয়।’
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমাদের কাছে এখনো লিখিত অভিযোগ আসেনি। বিভাগ বা শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’