বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

কুতুবদিয়ায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো বঙ্গবন্ধু কমপ্লেক্স

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিন ধূরুং ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা বঙ্গবন্ধু কমপ্লেক্সটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল এবং জুমার নামাজের পর বিশেষ দোয়ার মধ্যদিয়ে এ কমপ্লেক্সটি উদ্বোধন করা হয়।

জানা যায়, কুতুবদিয়ার দক্ষিন ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ এর নিজের পৈত্রিক জমির উপর নির্মাণ করা হয়েছে এ বঙ্গবন্ধু কমপ্লেক্স।

এখানে রয়েছে পবিত্র মসজিদ, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা নামে হেফজ খানা, শেখ হাসিনা বালিকা মাদ্রসা, শেখ রাসেল বালক মাদ্রাসা, স্কুল, পুকুর ঘাট, মুর্দার ঘর, আবাসিকঅনাবাসিক ছাত্র ছাত্রীদের জন্য রান্না ও খাওয়ার ঘর, বৈঠক খানা, কবরস্থান গেইটসহ ইত্যাদি।

বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদ বলেন, আমি পাকিস্তানের রাষ্ট্রদ্রোহী মামলার আসামী ছিলাম। ৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলাম। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের পক্ষে জনগণকে সংগঠিত করার অপরাধে পাকিস্তান সরকার আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে।

আরও পড়ুন: দোহাজারীকক্সবাজার রেললাইনের ক্লিপ এবং নাট খুলে নিয়েছে চোর

মুক্তিযোদ্ধা জালাল আহমেদে নিরবে বঙ্গবন্ধুর আদর্শে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ও শেখ রাসেলসহ ১৫ আগষ্ট নিহতদের স্বরণে দক্ষিণ ধুরংএ অনেক কিছু নিজ উদ্যোগে নির্মান করেছেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ, জেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও পৌর আ.লীগের সদস্য আশেকুর রহমান, কক্সবাজার পৌর যুবলীগের সাবেক সদস্য মাশেকুর রহমান, কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ, কুতুবদিয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক খোরশেদসহ আ.লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: কক্সবাজারে ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ শিরোনামে র‍্যালি অনুষ্ঠিত

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More