কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিস।
রবিবার (৪ জানুয়ারি) বিকালে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের কারণে সালেহীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছিল।
রবিবার বিকালে ব্যারিস্টার সালেহী কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। তবে তার অভিযোগ, কাগজপত্র যাচাই না করেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন এবং সভাকক্ষ ত্যাগ করেন। এতে সভাকক্ষে হট্টগোল শুরু হয় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামায়াতের দুই থেকে আড়াইশ নেতাকর্মী বিক্ষোভ করেন।
ব্যারিস্টার সালেহী বলেন, “আমাকে কাগজপত্র দিতে বলা হয়েছিল। আমি তা দিয়েছি। কিন্তু সেগুলো না দেখেই আমার মনোনয়ন বাতিল করা হয়েছে।”
সিদ্ধান্তটি ন্যায়সংগত হয়নি দাবি করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের বক্তব্য পাওয়া যায়নি। তার সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অবশ্য, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমান জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, “মনোনয়নপত্রে অসংগতি থাকায় সেটি বাতিল করা হয়েছে। তবে প্রার্থী চাইলে আপিল করতে পারবেন।”
কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়নপত্র জমা পড়ে। এরমধ্যে ২৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টার্নিং কর্মকর্তা।