কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ–নদীর পানি। পানি ঢুকে পড়ছে নদ–নদী অববাহিকার চরাল ও নিম্ন অঞ্চলগুলোতে। তবে এখনও ঘর–বাড়িতে পানি প্রবেশ না করলেও তলিয়ে গেছে এসব এলাকার পটল, ঢেড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা মোকাবেলায় বন্যার্তদের জন্য শুকনো খাবার উদ্ধার অভিযানসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২২ ও ২৩ জুন এসব নদ–নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
আল /দীপ্ত সংবাদ