কুড়িগ্রামের উপর দিয়ে কয়েক দিন থেকে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। গত ৫ দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে বলে জানায় কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস।
তীব্র রোদ ও প্রচন্ড গরমে বিপাকে মানুষ। এমন অবস্থায় সবচেয়ে কাবু হয়ে পড়েছে এখানকার খেটে খাওয়া ও দিনমজুর মানুষজন। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাহির হচ্ছে না মানুষজন। এ তাপপ্রবাহে মানুষ ও পশুপাখিদের মধ্যে হাঁসফাঁস অবস্থা। অনেকেই তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছে।
অন্যদিকে ঘনঘন লোডশেডিং অব্যাহত থাকায় আরও কাহিল হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে শ্রমজীবি মানুষজন রোদ ও তীব্র গরম উপেক্ষা করে কাজ করতে দেখা গেছে।
মাঝারি তাপপ্রবাহের কারণে জেলায় ২ হাজার ২শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
ইউনুস আলী/আফ/দীপ্ত নিউজ