গ্রীষ্মের দাবদাহ ও খরায় পুড়ছে কুড়িগ্রাম। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টি না হওয়ায় নদী, নালা, খাল বিল শুকিয়ে গেছে। পানির অভাবে ফসলের মাঠ ফেঁটে চৌঁচির হয়ে পড়েছে। পানির জন্য সর্বত্র হাহাকার অবস্থা।
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিকার সকার বিশেষ নামাজ আদায় করেছে কুড়িগ্রামের বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিগণ।
বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছি ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহন করেন।
এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার আরও ৮ স্থানে বিশেষ নামাজ অনুষ্ঠিত হযেছে। বিশেষ নামাজে মোনাজাত মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন।
মোনাজাতে অংশ নেয়া মুসল্লিগণ কান্নায় ভেঙে পড়ে মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় দুর্যোগ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।
ইউনুছ /এজে/দীপ্ত সংবাদ