কুড়িগ্রামের রৌমারীতে বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু এবং এক শিশু আহত হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে মাহি আক্তার (৯) ও বদ্দু মিয়ার মেয়ে বিন্দু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)।
তাদের বাড়ি সোনাপুর গ্রামে। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে পানির পাম্পে (বিদ্যুৎচালিত মটর) গোসল করতে গিয়ে মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়।
শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
অপর আহত এক শিশুকে চিকিৎসা দেয়া হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে।
রৌমারী থানার ইনচার্জ রূপ কুমার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইউনুস/এসএ/দীপ্ত নিউজ