ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের নদীর পানি বিপদসীমার সামান্য নীচ গিয়ে কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের।
শুক্রবার (৬ জুন) কুড়িগ্রাম সদর উলিপুর চিলমারী ও নাগেশরী উপজেলার নদী তীরবর্তী প্রায় ৬০টি গ্রামের মানুষ পানিবন্দী জীবন যাপন করছেন।
এসব এলাকার অনেক বসতবাড়ীতে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষজন। রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি বেড়েছে। বসতবাড়ীতে পানি উঠায় পানিবন্দী অনেক মানুষ উচু মাচান তৈরী করে সেখানেই গবাদী পশু নিয়ে কষ্টে দিন পার করছেন।
এছাড়া দুধকুমার নদের পানির প্রবল স্রোতে নাগেশরী উপজেলার বামনডাঙ্গায় সড়ক ভেঙ্গে পানি প্রবেশ করা অংশটি মেরামত করতে না পারায় কষ্টে দিনপার করছেন সেখানকার মানুষ।
এসএল/ দীপ্ত নিউজ