কুড়িগ্রামে নদ–নদীর পানি হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের বাড়ি–ঘর এখনও তলিয়ে থাকায় অবর্ণনীয় দূর্ভোগে আছে বানভাসী মানুষেরা।
গ্রামীণ কাঁচা–পাকা সড়ক তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। গত ৭ দিন ধরে নদ–নদী তীরবর্তী ও চর এলাকার ঘরবাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে মানুষজনের। ফসলি জমি নিমজ্জিত থাকায় নষ্ট হতে বসেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী ১ হাজার ৪শ ৮৭ হেক্টর জমির আমন বীজতলা, আউশ ধান, পাটসহ বিভিন্ন ধরনের শাক সবজি নিমজ্জিত হয়েছে।
জেলা প্রশাসক জানান, বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসন থেকে ৩শ ৬৩ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ৩শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হযেছে।
আফ/দীপ্ত নিউজ