৮
ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপরে উঠলেও আজ তা কমে গিয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বাড়লেও শুক্রবার (৬ অক্টোবর) তা বিপদসীমার অনেক নীচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায় তিস্তার পানি কমতে শুরু করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আবারও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বিপদসীমার নীচে থাকতে পারে পানি। এছাড়া কোন কোন পয়েন্টে নদী ভাঙ্গনের আশঙ্কা রয়েছে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ