কুড়িগ্রামে ঈদের কেনাকাটা জমে উঠেছে। বিপনি–বিতান, ফ্যাশন হাউজ ও কাপড়ের দোকানগুলোতে এখন উপচে পরা ভিড়। কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। সাধ ও সাধ্যের মধ্যে নিজেদের পছন্দের পোশাক কেনার জন্য ক্রেতারা বিভিন্ন দোকানে ছুটাছুটি করছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে বেচাকেনা।
জেলা সদরের সুপার মার্কেট, সাগর মার্কেট, এনআর প্লাজা, কাপড় পট্রি ও নছর উদ্দিন মার্কেটে চলছে ঈদের জমজমাট বেচাকেনা। এ বছর ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা মাথায় রেখে হরেক রকম রং ও ডিজাইনের পোশাক আমদানি করেছেন। বিশেষ করে এই ঈদে ব্যবসায়ীরা ঘারারা, নায়েরা, পার্টি গাইন, পার্টি থ্রিপিচ, জামদানী ও টাঙ্গাইল শাড়ী এবং দেশী বিদেশি পাঞ্জাবি, শার্ট প্যান্টসহ রকমারি ডিজাইনের পোশাক দোকানে তুলেছেন।
এবারের ঈদে দোকানীরা দেশী বিদেশি রঙ ও ডিজাইনের রকমারি পোশাক আমদানি করেছেন। কিন্তু দাম বেশি হওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছে বলে জানালেন ক্রেতারা।
ঈদের পোশাকের পাশাপাশি ভিড় জমেছে জুতা ও কসমেটিকস এর দোকানগুলোতে। বিভিন্ন বয়সের ক্রেতারা সময় নিয়ে দোকান ঘুরে ঘুরে কিনছেন তাদের পছন্দের পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। সব মিলে এবার ঈদে ব্যবসা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের।
আফ/দীপ্ত সংবাদ