টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ সব নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে প্লাবিত হয়ে পড়ছে জেলার রাজারহাট, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকাগুলো। ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত। ক্ষতি হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে বৃষ্টিপাতের ফলে জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ–নদীতে আরও দুই থেকে তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ