কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের স্বভাব কবি রাধাপদ রায় এর ওপর হামলার ঘটনায় প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাধাপদ রায় এর উপর হামলার ঘটনায় তার ছেলে শ্রী যুগল রায় বাদি হয়ে গত ১ অক্টোবর দুই জনকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামী কদুর আলীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য,গত ৩০ সেপ্টেম্বর পাওনা টাকাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জেরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের নদী মাছ ধরতে গেলে কবি রাধাপদ রায় এর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে প্রতিবেশি দুই ভাই রফিকুল ও কদুর আলী। পরে স্থানীয়রা কবিকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গ্রামের জনপ্রিয় স্বভাব কবিকে মারধরের ঘটনায় সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইউনুস আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ