‘এ ধরণের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায়, তবে অপরাধপ্রবণতা কমবে’ বলে মন্তব্য করেছেন দেশের খ্যাতনামা ইসলামি আলোচক ও আস–সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার (১১ জুলাই) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেন।
শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে লিখেন, ‘কিসাসই’ এসব কসাইয়ের সমাধান।
স্ট্যাটাস কমেন্ট বক্সে তিনি লিখেন, ‘কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম হবে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস। কেন কুরআনে কিসাসের কথা বলেছে, তা আমরা দেয়ালে পিঠ ঠেকলে উপলব্ধি করতে পারি।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এ ধরণের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার যদি সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করা যায়, তবে অপরাধপ্রবণতা কমবে। কিন্তু প্রচলিত বিচার পদ্ধতিতে বছরের পর বছর মামলা চললে এবং আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে গেলে এই ধরণের অপরাধ কখনো কমবে না।’
উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী লাল চাঁদ (সোহাগ)-কে রড ও বড় পাথর দিয়ে মাথা ও বুকে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকারীদের উল্লাস এবং মুখে পাথর নিক্ষেপের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
এসএ